আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায়-দুস্থ মানুষের মাঝে জেলা ছাত্রলীগের ঈদ সামগ্রী বিতরণ

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে
কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে নেত্রকোণা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে পৌর শহরের নাগড়া মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুন্সী’র উদ্যোগে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মুন্সী বলেন, করোনার কবলে পড়ে কর্মজীবী মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনা এবং মানবিক মূল্যবোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আজ এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।
ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আকিব খান, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পিয়াশ, জেলা ছাত্রলীগের  উপ-প্রচার সম্পাদক  আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগ কর্মী নিয়ামত উল্লাহ দিদার, সাব্বির হোসেন, জাস্টিস,  মানিক, রুজেল, সোহাগ, রোহান প্রমূখ্য।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap