-
- রাজশাহী, সারাদেশ
- ভেড়ামারায় জাল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি আটক
- প্রকাশের সময়ঃ মে, ৮, ২০২১, ৫:২০ অপরাহ্ণ
- 421 বার পড়া হয়েছে
রনি জামান – ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি :
ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকা দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ির চালান দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়া হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্রটি প্রায়ই এ করে করে যাচ্ছিলো বলে খবর ছিলো।
কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা নওশের আলী মুন্সীর নেতৃত্বে একটি নিবারক দল গতকাল ভোরে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
দীর্ঘসময় সুকৌশলে অবস্থান নেয়ার পর আশিক বিড়ি ও জামিল বিড়ি নামীয় প্রতিষ্ঠানের সর্বমোট ১,৫০,০০০ শলাকা বিড়ি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত বিড়ি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে এসে জমা প্রদান করা হয়। আটককৃত উক্ত চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ