আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে সংরক্ষিত সদস্যদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা’র দুনর্ীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নির্বাচিত ৩ সংরক্ষিত সদস্য। শনিবার দুপুরে প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, সংরক্ষিত সদস্য মমতাজ পারভীন, মোছাঃ আছমা বেগম, সিমা রাণী। এসময় জানানো হয়, ২০২১ সালের ঈদুল ফিতর উপলক্ষে গুনাইগাছ ইউনিয়নে ভিজিএফ সুবিধাভোগি ৬হাজার ১৭৮জনের জন্য জন প্রতি ৪৫০টাকা করে ২৭লাখ ৮০হাজার ১শ টাকা বরাদ্দ দেয়া হয়।

এছাড়াও করোনা কালিন সময় ৬২৫জন পরিবারের জন্য ৪শ টাকা হারে ২লাখ ৫০হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত সদস্যদের বাদ দিয়ে চেয়ারম্যান তার আত্নীয়-স্বজন দিয়ে তালিকা প্রণনয় করার অভিযোগ করেন তারা।

এই বিষয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সংরক্ষিত সদস্যগণ।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap