আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে আটক- ৪

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

কুষ্টিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার (০১ মে) রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আলী আকবর (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চলমরবর্গ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।

অপরদিকে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অপর অভিযানিক দল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলার বাঙ্গালপাড়া সোলাইমান শাহ্ মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ দুখু মিয়া (৪৫), ফজলু মন্ডল (৫৫) ও জহুরুল ইসলাম (৪৭) কে আটক করে। এরা দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বিশ্ববাঁধ এলাকার আব্দুল খালেক, ভেড়ামার উপজেলার চরগোপালাপনগর এলাকার মৃত কালু মন্ডল ও রামকৃষ্টপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর ও ভেড়ামারা থানায় তাদের সোপর্দ করেছে র‍্যাব।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap