আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

পাবনা ( সদর) প্রতিনিধি :

পাবনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজমল সেখ (৩৫) ও রাজ আহমেদ রনি (৪০) । বৃহস্পতিবার (২৯ এপ্রিল ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় (ডিবি অফিস চত্বরে) এক সংবাদ সম্মেলনে বুধবার রাতের অভিযানের তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোঃ মহিদুল ইসলাম খান বিপিএম। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর এলাকার ছোট শালগাড়িয়া মহল্লায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

সেখানে গিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি মোহাম্মদ আজমল সেখ কে গ্রেফতার করা হয় এসময় তার কাছে একটি বিদেশী পিস্তল ও ০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এ সময় একই স্থানে আরো একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ, সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয় । সেখান থেকে ওই অবৈধ গোপন কোম্পানির মালিক মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ রাজ আহমেদ রনিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক অসিত কুমার ও সাগর কুমার সাহা বাদী হয়ে আজমল শেখর নামে অবৈধ অস্ত্র আইনে ও রাজ আহমেদ রনি নামে নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির অভিযোগে মামলা করেছেন।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ রোকনুজ্জামান, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নান, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার।

এ ব্যাপারে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস রনি বলেন, যুবলীগের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী ও অবৈধ কর্মকান্ড করলে তার দায় দল নেবে না । তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap