আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশবপুরে বোমা বিস্ফোরনের ঘটনায় রিমান্ডে যুবলীগ নেতার চাঞ্চল্যকর তথ্য

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের কেশবপুরের বাউশলা গ্রামে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে স্কুল ছাত্র আব্দুর রহমান (৮) নিহতের ঘটনায় আটক যুবলীগ নেতা ফারুক হোসেনকে ২ দিনের রিমান্ড শেষে রোববার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

 

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামে হাত বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণনে আব্দুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়। মারাত্মক আহত হয় আরো ২ জন। নিহত শিশুর চাচা সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কেশবপুর থানায় মামলা করেন। যার নং-৭।

 

হাত বোমার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মাদক সেবনের সরঞ্জাম সহ বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ফারুক হোসেনকে সন্দেহভাজন ভাবে আটক করেন। আটককৃত ফারুককে যশোর আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে ২ দিনের রিমান্ডে মঞ্জুর করে। রিমান্ডে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে নিশ্চিত করেন পুলিশ।

 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বোমা বিস্ফোরনে স্কুল ছাত্র নিহতের ঘটনায় আটক যুবলীগ নেতা ফারুক হোসেনকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ দিনের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষে থানা পুলিশের অভিযান অব্যহত রয়েছে

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap