সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
মোদিবিরোধী আন্দোলনে ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে
পাঁচ হেফাজত কর্মী নিহত হওয়ার জেরে হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে সারা দেশে।
আজ রবিবার (২৮ মার্চ) এর অংশ হিসেবে নেত্রকোণাতেও শান্তিপূর্ণ হরতাল পালন করছে হেফাজত ইসলাম বাংলাদেশ। হরতালে সমর্থন দিয়েছে ধর্মীয় বেশ কিছু রাজনৈতিক দল।
সকাল থেকে হরতালের সমর্থনে নেত্রকোণায় কোথাও কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। জেলার বাহির ও আন্তঃজেলায় কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।
এব্যাপারে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।