সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নেত্রকোণায় জেলা প্রশাসকের উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে যথাযথ ভাবগম্বীর্যের সাথে দিবসটি উদযাপিত হয়েছে। প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনি,
জেলা কালেক্টরের ভবন ও সাতপাই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রসাশন ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আকবর আলী মূন্সী, অতিরিক্ত জেলাপ্রশাসক জিয়াউদ্দিন সুমন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ পুস্পস্তবক অর্পন করা হয়। পরে নেত্রকোণা ষ্টেডিয়ামে কুচকাওয়াজও শরীরর চর্চা এবং ডিসপ্লে অনুষ্টিত হয় ।