আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় পৃথক পৃথক অগ্নিকান্ডে পুড়ে গেছে ১টি বাসা ও ৫টি দোকান

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা সদর ও কেন্দুয়া উপজেলায় পৃথক পৃথক অগ্নিকান্ডে ১টি বাসা ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জেলা শহরের অজহর রোড় এলাকার আলাউদ্দিনের বাসায় গতকাল অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে  আলাউদ্দিনের বাসা ও সামনের দোকান ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

অপরদিকে জেলার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের গগ্ডা নতুন বাজারের শহীদ মিয়া মার্কেটে অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে গেছে।

কেন্দুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থরা জানায়, আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap