আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় নবনির্বাচিত মেয়রকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা

নেত্রকোণা প্রতিনিধিঃ

 

গত ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়া নেত্রকোণা পৌরসভার তিনবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান’কে গণসংবর্ধনা দিয়েছেন ১নং ওয়ার্ডেবাসীর পক্ষে নির্বাচিত কাউন্সিল চিত্তরঞ্জন সরকার সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

 

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টায় পৌর শহরের উত্তর সাতপাই এলাকায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্যামগঞ্জ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আগমীলীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোর্শেদুল আলম, ১নং ওয়ার্ডের কাউন্সিল চিত্তরঞ্জন সরকার, ৩নং ওয়ার্ডের কাউন্সিল শামীম রেজা খান সরল সহ আরও অনেকেই।

 

বক্তব্যে মেয়র নজরুল ইসলাম খান বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। নেত্রকোণা পৌর এলাকার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের জন্য কাজ করতে চাই। আশা করি আমি আপনাদের একটি ডিজিটাল ও সুন্দর পৌরসভা উপহার দিতে পারবো।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap