সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের স্থগিতকৃত সকল পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ ও
শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলে দেওয়াসহ ৫ দফা দাবীতে নেত্রকোণায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌরসভার সামনের সড়কে কয়েকশত শিক্ষার্থী রাস্তার পাশে দাড়িয়ে এ কর্মসূচী পালন করে।
ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, নেত্রকোণার সরকারী কলেজের মার্স্টাস এর শিক্ষার্থী ফাহিম খান, ইমরান হোসেন ইমন, শাহনূর আলম, আতিকুর রহমান, জিহাদ মিয়া, খায়রুল ইসলামসহ অন্যরা।
পরে কর্মসূচী চলাকালে শিক্ষার্থীদের উপর এক পর্যায়ে পুলিশ লাটি চার্জ করে। এসময় কয়েকজন শিক্ষার্থীসহ নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ আহত হয়। পরে
শিক্ষার্থরা ছত্রভং হয়ে যায়।
আহত শিক্ষার্থী ফাহিম খান পাঠান সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের এ ধরণের লাঠিচার্জ সভ্য সমাজে কাম্য নয়। আমরা এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে পুলিশ সুপার আকবর আলী মুন্সী’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে যারাই এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।