রফিকুল ইসলাম- কুষ্টিয়া প্রতিনিধি :
আজ দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজ সংলগ্ন পুকুরে অজ্ঞাতনামা এক ছেলে (৩৫) ইসরাত জাহান (১৮) নামের এক কিশোরীকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠেছে ।
ইসরাত জাহান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের ফজলুল হকের মেয়ে।
জানা গেছে, স্থানীয় জনতা বিষয়টি অবগত হলে ইসরাত জাহানকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছে এবং অজ্ঞাতনামা যুবকটিকে ধরে ভেড়ামারা থানায় সোপর্দ করেছে।