পাবনা প্রতিনিধি :
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা মহরের ট্রাফিক মোড় ও দলীয় কার্য়ালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান ও সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম মুসা, পুর্ণিমা ইসলাম, হাজারী জাকির হোসেন চুন্নু,সাবেক যুগ্ন্-সম্পাদক আনিসুল হক বাবু, আবু বকর সিদিক মকু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুব দলের সভাপতি মোসাব্বির হোসেন সন্জু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদলের মোবারক হোসেন বাবু, শাহিন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কারুজ্জামান প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি কমল শেখ টিটুৃ, মৎসজীবী দরের সভাপতি আজম প্রাং কৃষক দলের মোকারম সরদার, মহিলা দলের সাধারন সম্পাদিকা শামীম আরা মুন্নি,সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন প্রমুখ।