পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন । শনিবার ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে পাবনা দাশুড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান : ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দশের দিকে যাবার সময় সুগার মিলের সামনে নষ্ট অবস্থায় রাস্তায় দাঁড়ানো ছিল।
এ সময় পাঁচজন যাত্রীসহ একটি হায়েস মাইক্রো বাস ঈশ্বরদীর দিকে যাবার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাক্টর গাড়ির পিছনে ধাক্কা দেয় । পরে গুরুতর আহত অবস্থায় ০৫ জন কে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ০২ জন কে মৃত ঘোষণা করেন । নিহতরা হলেন পাবনা পৌর সদরের কুটিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫) । অবশিষ্ট ০৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও মাইক্রোবাস টি থানা হেফাজতে নেয় । এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।
উল্লেখ্য মৃত জাহাঙ্গীর হোসেন পাবনা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান রিতা ফটোস্ট্যাট এর কর্ণধার।