আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনাতে বেসরকারি শিক্ষক ফেডারেশন এর মানববন্ধন

আনসারুল ইসলাম- পাবনা প্রতিনিধি:

 

আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন তাদের এমপিওভুক্তির দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেন ।

 

উক্ত মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবদুল কাদের বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান সহ অন্যান্য বেসরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন ।

 

এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন : আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহের অনার্স মাস্টার্স কোর্সে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত শিক্ষক দীর্ঘ ২৮ বছর থেকে অদ্যাবধি দেশের উচ্চ শিক্ষা বিস্তারে এবং সরকারের জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অধ্যায় ০৮ কৌশল ০৬ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছি কিন্তু জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অন্তর্ভুক্ত বা কোনো নির্দেশনা না থাকায় আমরা এমপিওভুক্ত হতে পারছি না ফলে ৫৫০০ জন শিক্ষক অত্যন্ত মানবেতর জীবন-যাপন করে আসছি ।

 

এ সময় তারা আরো বলেন বর্তমান সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি করেছে, এবং ছাত্র দের মাঝে বিনামূল্যে বই বিতরণ করার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার হার অনেক গুণে বাড়িয়েছে । প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫৫০০ জন অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী দীপু মনি র দৃষ্টি আকর্ষণ করেন ।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap