ঝন্টু -কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে আজ বুধবার (১০ফেব্রুয়ারী) সকালে কেশবপুরের ত্রিমোহিনী মোড় চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কে নিয়ে সাংসদ শাহজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিসচা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ (বুলবুল), সদস্য সচিব মোঃ সাগর পারভেজ, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, নিসচা শাখার যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য মোঃ আব্দুস সেলিম, মোঃ ওহিদুজ্জামান, গোলাম রসুল প্রমূখ।
বক্তারা বলেন গত ৫ ফেব্রুয়ারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ শাজাহান খান নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জননন্দিত চিত্রনায়ক নিরাপদ সডক যোদ্ধা, ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মিথ্যাচার, অশালীন বক্তব্যে নিরাপদ সড়ক চাই (নিসচা), কেশবপুর উপজেলা শাখার মাধ্যমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে।
বিবৃতিতে নিসচা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
কিন্তু সাংসদ শাহজাহান খানের এমন কুরুচিপূর্ণ ও অশালীন উদ্ধত্যপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না, নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্যক্তিস্বার্থে কোনকিছু করেন নাই। বরং নিজের বিলাসী জীবন ফেলে নিরাপদ সড়কের লক্ষ্যে রাস্তায় নেমে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন। সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করার পর এর গুরুত্ব বিবেচনা করে সকলের মতামতের ভিত্তিতে তা প্রণয়নের নির্দেশ দেন।
সকলের মতামতে সড়ক পরিবহন আইনটি পরবর্তীতে মহান জাতীয় সংসদে পাশ হয়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী সাংসদ ওবায়দুল কাদের আইনটি পাশের আশ্বাস্ত করেন।