রফিকুল ইসলাম- কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে রাশিদুল ইসলাম নামের দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার এক সাংবাদিকদের রহস্যজনক মৃত্যু হয়েছে!
জানা গেছে, কুষ্টিয়া চৌড়হাস বাস টার্মিনাল এর সন্মুখস্থ স্থানে তিনতলা বিশিষ্ট একটি ভবনে ভাড়া থাকতেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
বাড়ির মালিক জানান, ২১ শে জানুয়ারী, ২০২১ইং তারিখে সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় প্রবেশ করে। পরের দিন (২২ শে জানুয়ারী, ২০২১ ইং) সকাল ১০ টার দিকে সাংবাদিক রাশিদুল ইসলাম এর রুমটি ভেতর থেকে বন্ধ থাকায় বাড়ির মালিকেরা অনেক ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ধাক্কা-ধাক্কি করে।
এতেও কোনো সাড়া না পেয়ে অবশেষে বাড়ির মালিক কুষ্টিয়া মডেল থানায় ফোন দেয়। অতঃপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে রুমটির স্টীলের দরজা ইলেকট্রিক গেন্ডিং মেশিন দিয়ে কেটে রুমের ভিতরে প্রবেশ করে। এ সময় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। কক্ষটির ভিতরে প্রবেশ করে তারা দেখতে পায় সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ নিজ খাটের উপর শুয়ে আছে। এ ঘুম আর ভাঙার ঘুম নয়। কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছে এ বিষয়টি এখনও জানা যায়নি! এ মৃত্যু যেন এক রহস্যময় মৃত্যু!