আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতর্ৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় কনফারেন্স রুমে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক জানান, আগামী ২৩ জানুয়ারি দেশব্যাপী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ হস্তান্তর করবেন। এতে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১৫শ ৪৯ ভুমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap