আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

রফিকুল ইসলাম- কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হলেন-

নাইমুল ইসলাম (১নং ওয়ার্ড), খন্দকার মাজেদুল হক ধীমান (২নং ওয়ার্ড), এস.এম আতাউল গনি ওসমান (৩নং ওয়ার্ড), রক্তিম উদ্দিন কোয়েল (৪নং ওয়ার্ড), সাইফ উল হক মুরাদ (৫নং ওয়ার্ড), নজরুল ইসলাম (৬নং ওয়ার্ড), এইচ এম তানভির নোবেল ( ৭নং ওয়ার্ড), শেখ কৌশিক আহমেদ (৮নং ওয়ার্ড),

 

সাবা উদ্দিন সওদাগর (৯নং ওয়ার্ড), কিশোর কুমার ঘোষ জগত (১০নং ওয়ার্ড), আনিস কোরাইশী (১১নং ওয়ার্ড), আনিসুর রহমান আনিস (১২নং ওয়ার্ড), মাহাবুবুর রহমান (১৩নং ওয়ার্ড), শাহিন উদ্দিন (১৪নং ওয়ার্ড-বিনা প্রতিদ্বন্দিতায়), মহিদুল ইসলাম (১৫নং ওয়ার্ড-বিনা প্রতিদ্বন্দিতায়), আবু জাহিদ সঞ্জু (১৬নং ওয়ার্ড), মোঃ ওলিউল্লাহ (১৭নং ওয়ার্ড), শাহজালাল (১৮নং ওয়ার্ড), মীর রেজাউল ইসলাম বাবু (১৯নং ওয়ার্ড-বিনা প্রতিদ্বন্দিতায়), এজাজুল হাকিম (২০নং ওয়ার্ড) ও ইসলাম শেখ (২১নং ওয়ার্ড)।

 

কানন আহমেদ; সংরক্ষিত মহিলা কাউন্সিলর-১ নং ওয়ার্ড (১, ২ ও ৩), আনোয়ারা ইসলাম; সংরক্ষিত মহিলা কাউন্সিলর-২নং ওয়ার্ড (৪, ৫ ও ৬), মোছাঃ আনার কলি; সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৩নং ওয়ার্ড (৭, ৮ ও ৯), রিনা নাসরিন বুলবুল; সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৪ নং ওয়ার্ড (১০, ১১ ও ১২), আফরিদা আফরিন রেখা; সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৫ নং ওয়ার্ড (১৩, ১৪ ও ১৫) এবং মোছাঃ হালিমা খাতুন বন্নি-সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৬ নং ওয়ার্ড (১৬, ১৭ ও ১৮), মোছাঃ পারভিন হোসেন; সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৭নং ওয়ার্ড (১৯, ২০ ও ২১)।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap