ভাঁড়ারা ইউনিয়নের ১, ২ ও ৩নং সংগঠনিক শাখার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় হলুদবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপদপ্তর সম্পাদক কাজী বিদ্যুত, পাবনা জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধান।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিয়ানত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাঁড়ারা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশির, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক শফিকুুল ইসলাম, পাবনা জেলা ছাত্রলীগের সংগ্রামী সহ-সভাপতি ও সরকারি এডওয়ার্ড কলেজ কামাল উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ উদ্দিন জনি প্রমূখ।