আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চতুর্থ ধাপে নেত্রকোণা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল সম্পূর্ণ

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

চতুর্থ ধাপে নেত্রকোণা পৌরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।

 

পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান ও বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আব্দুল্লাহ আল মামুন খান (রনি) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী মনোনয়ন পত্র দাখিল করেন।

 

নেত্রকোণা জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বলেন, এপর্যন্ত মেয়র পদে ৩ জন, কাউন্সিল পদে ৫১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

উল্লেখ্য, নেত্রকোণা পৌর নির্বাচনে মোট নারী- পুরুষ ভোটার রয়েছে ৬৭ হাজার ৪ শত ৪৩ জন। এদের মধ্যে নারী ভোটার রয়েছে ৩৪ হাজার ৪ শত ১৬ জন, পুরুষ ভোটার রয়েছে ৩৩ হাজার ২৭ জন। ১৯ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাই, ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap