আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান : আবারও নৌকা মাঝি নজরুল ইসলাম খান

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেত্রকোণা পৌরসভা নির্বাচনে পুনরায় নৌকা মাঝি হলেন বর্তমান মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান।

 

বুধবার রাত ৮ টায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ডে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়।

 

এ সভায় বর্তমান মেয়র ও জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক -১ আলহাজ্ব নজরুল ইসলাম খান পুনরায় নৌকা প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক এবং বর্তমান মেয়রের সুযোগ্য সন্তান জামিউল ইসলাম খান জামি।

 

দলের এমন সিদ্ধান্তে জনগণের আশার প্রতিফলন ঘটেছে এমন মন্তব্য করে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরবাসী।

 

এদিকে চতুর্থ ধাপের নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, ১৯ জানুয়ারি বাছাই, ২৬ জানুয়ারি প্রত্যাহার এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap