আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে বিএনপির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদ ও বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রামে জেলা বিএনপি।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহমেদ সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন ১/১১র সরকার থেকে শুরু করে বর্তমান সরকার তারেক রহমানের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের মাধ্যমে তাকে হেয় করার চক্রান্ত করছে। বর্তমান সময়ে গ্রেফতারী পরোয়ানা জারি তারই অংশ বলে দাবী করেন বক্তারা।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap