নাটোর জেলা প্রতিনিধি-
নাটোর জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নে সুলতান নামের (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধধবার সকাল ৯ টার দিকে কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা বিলের একটি গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুলতান নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, গত রাতে কোনও এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।