আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় ভূমিহীন ও গৃহহীন ৪৪৩ টি পরিবার পাচ্ছে জমিসহ সেমিপাকা ঘর

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নেত্রকোণা খালিয়াজুরী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৪৩ টি পরিবারকে করে দেওয়া হচ্ছে সেমিপাকা ঘর।

 

 

সোমবার (১১ জানুয়ারী) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মুজিব নগর, মুমিন নগর ও কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের নির্মিতব্য এই ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন,

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম।

 

 

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলায় ৪৪৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর করে দেওয়া হচ্ছে।

 

এই কাজ বাস্তবায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান – মেম্বারগন এগিয়ে এসেছেন। এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা / কর্মচারীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সরেজমিনে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসনগনও। চলিত মাসের মধ্যেই সুবিধাভোগীদের হাতে এসব ঘর হস্তান্তর করা হবে।

 

অন্যদিকে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এইসব ঘর করতে সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় ৭ কোটি ৫৭ লাখ টাকা। এই টাকায় তাদের জন্য ১৯-৬ফুট বাই ২২ফুট প্রস্থের ঘরে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে বারান্দা।

 

উপজেলার সদর ইউনিয়নের মুজিব নগর গ্রামের সুবিধাভোগী ময়না মিয়া (৫৫) জানান, তিনি সরকারের খাস জমিতে টিন দিয়ে চালাঘর তুলে ১ছেলে ৩ মেয়ে নিয়ে থাকতেন। এখন এই ঘর পেলে নিজের একটু মাথা গোঁজার ঠাঁই হবে। একই ভাবে এমন মানবেতর জীবনযাপনের কথা জানালেন, খালেক মিয়া (৩৯) আব্দুল সুবহান (৫২) মমিন নগরের আলকাছ মিয়া (৩৬),ছারুন মিয়া (৩২) ও সরাফত আলী (৪০)।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap