আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নেত্রকোণার মদন পৌর নির্বাচনে মেয়র প্রার্থীসহ বাজেয়াপ্ত হবে ১১ জনের জামানত

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ ১১জনের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান সহকারি রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম।

 

এ পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতায় ছিলেন ৬জন প্রার্থী তাদের মধ্যে ২জনের জামানত বাজেয়াপ্ত হবে এরা হলেন, জাতীয় পার্টির ক্ষুদিরাম চন্দ্র দাস, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রউফ।

 

এ ছাড়া কাউন্সিলর সংরক্ষিত ২ এর শঙ্খ রানী বণিক (আনারস), স্যাজুতি তালুকদার সোনালী (অটোরিক্সা), সংরক্ষিত ৩ এর পারুল আক্তার (জবাফুল), মুন্না আক্তার (অটোরিক্সা) এবং ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নবাব মিয়া (উটপাখি), ৪নং ওয়ার্ডের মোঃ হযরত আলী (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডের আব্দুল করিম খান (পাঞ্জাবী) ও মোঃ আজিমুল খান (ডালিম), ৮ নং ওয়র্ডের মোঃ জুয়েল মিয়া (ডালিম) প্রতীকে নিয়মানুযায়ী প্রাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap