আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে শুরু হয়েছে ১ম দফা পৌরসভা নির্বাচন

ইমরুল হাসান (সাজন) কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে ১ম দফা পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। যা বিকাল ৪টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণে নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। এই প্রথম ইলেকট্রোল ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট প্রদান করছে পৌরবাসী।

 

জেলা নির্বাচন ও রিটার্ণিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৩৯জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ১৩ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের ২৪টি কেন্দ্রে ১৭৩টি কক্ষ ১৭৩টি ইভিএম-এ ভোট প্রদান করবেন ভোটাররা। গুরুত্বপূর্ণ ১৭টি এবং সাধারণ ৭টি।

 

এছাড়াও ৮নং ওয়ার্ডের ১জন বৈধ প্রাথর্ী মৃত্যুবরণ করায় সেখানে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন বাতিল করেছে কমিশন। পৌরসভার মোট ভোটার রয়েছে-৫৬ হাজার ৩৯৫ জন। এরমধ্যে নারী ২৯ হাজার ৪৮জন এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭জন।

 

নির্বাচন সুষ্ঠু করতে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩প্লাটুন বিজিবি, র‍্যাবের ৩টি টিম ও ১২০জন পুলিশসহ আনসার সদস্যরা কাজ করছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap