আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে জেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

বড়দিন উপলক্ষে নেত্রকোণায় প্রথম বারের মতো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে জেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

 

এ সময় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা ও দূর্গাপুরের সকল গির্জার উপজাতি খ্রিষ্টান ধর্ম গুরুগনসহ বিভিন্ন শ্রেণী পেশার খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

 

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, র‌্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার এম শোভন খান, পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইমসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, আনসার ভিডিপি কমাড্যান্ট জিয়াউল হাসান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি উপাধ্যক্ষ রেমন্ড আরেং, কলমাকান্দার বালুচড়া ধর্ম পল্লীর ফাদার যোশেফ চিচিম, গারো নেতা সুজয় মানখিন, চীরঞ্জীব বনোয়ারি, পাভেল কস্তা প্রমুখ।

 

শুভেচ্ছা বিনিময় শেষে কেক কাটেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিবৃন্দ।

এদিকে দীর্ঘদিন পরে হলেও এমন আয়োজনে খুশি খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap