আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই শতাধিক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে আমেরিকা প্রবাসীর উদ্যোগে কম্বল বিতরণ

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

সারাদেশে জেঁকে বসেছে শীত। হিম হিম ঠাণ্ডা বাতাস আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। নেত্রকোণায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল আমেরিকা প্রবাসী মোঃ হুমায়ুন কবির ভূইয়াঁ শাকিল।

 

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বোডের বাজারে অসহায় ও দুস্থ প্রায় ২শতাধিক শীতার্তদের মাঝে প্রবাসী শাকিল এর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন।

 

হুমায়ুন কবির ভূইয়াঁ শাকিল, আব্দুর রশিদ ভূঁইয়ার দ্বিতীয় ছেলে। তিনি সাবেক দুই বারের সাধারণ সম্পাদক P.W.D নেত্রকোণা, সাবেক এক্সেগেটিভ মেম্বার বাংলাদেশ ঠিকাদার সমিতির নির্বাহী কমিটি, আজীবন সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। এবং বর্তমানে তিনি সপরিবারে আমেরিকা প্রবাসী।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম, মদনপুর ইউনিয়নের ভোটের বাজার বিট পুলিশিং কর্মকর্তা এস আই আব্দুল জলিল সহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap