আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইবিতে নতুন প্রক্টর নিয়োগ

ইবি প্রতিনিধ:

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। আগামী ১ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। সদ্য বিদায়ি প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণের স্থলাভিষিক্ত হলেন ড. জাহাঙ্গীর।

 

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর ইবি শাখা ছাত্রলীগের আন্দলোনের মুখে ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমানকে প্রক্টর পদ থেকে সরিয়ে প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরে একই বছর ২৩ ডিসেম্বর স্থায়ী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘গতকাল রাতে উপাচার্য মহোদয় আগামী একবছরের জন্য প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সকল সুযোগ সুবিধা পাবেন।’

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap