আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমারখালিতে এক মাদক র‍্যাবের নিকট ২ জন মাদক ব্যবসায়ী আটক

রফিকুল ইসলাম – কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের মহননগর গ্রাম থেকে মোঃ গালিম শেখ (৪৫) ও মোঃ অরুন জোয়ার্দ্দার (৪০)নামের ২জনকে মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব।

 

গালিম শেখ একই এলাকার মৃত আঃ রহিম শেখের ছেলে এবং অরুন জোয়ার্দ্দার কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পান্টি এলাকার মোমিন জোয়ার্দ্দার এর ছেলে।

 

জানা গেছে, র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাবের একটি আভিযানিক দল গতকাল ২২/১২/২০২০ ইং তারিখ দুপুর ২টার দিকে কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের মহননগর গ্রামের নিজ ধৃত আসামী গালিম শেখ এর বাশঝাড়ের উত্তর পাশের কাচা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে আটক করেছে । উক্ত অভিযানে গাজা-১ কেজি ৩০০ গ্রাম মোবাইল ফোন-১ টি সিম কার্ড ২ টি”সহ ২ জন আসামী

 

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

 

উল্লেখ্য, মাদক ব্যাবসায়ী গালিমের স্ত্রীও কিছুদিন পূর্বে প্রায় ২ কেজি গাজা সহকারে পুলিশের হাতে আটক হয়েছিল।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap