আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক এমপি ওয়াজ
সাবেক এমপি ওয়াজ

সাবেক এমপি ওয়াজ উদ্দিন খান’র মরদেহে জেলা মহিলা আ.লীগের ফুলের শ্রদ্ধা

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি, প্রখ্যাত শ্রমিকনেতা, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খাঁন। তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা মহিলা আওয়ামীলীগ। শ্রদ্ধা নিবেদনের পর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে তার বিদেহ আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি রোকেয়া খাতুন,যুগ্ন সম্পাদক নিহার আফরোজ জলি, সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক হাসিনা আক্তার সীমা,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশেদা খাতুন, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা শিরিন, সাধারন সম্পাদক শামিমা শিখা সহ সকল উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে পাবনা আরিফ পুর সদর গোরস্তানে রাষ্ট্রিয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে চাটমোহর বালুচর মাঠ ও পাবনা পুলিশ লাইন্স মাঠে তার দুই দফা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সকালে পাবনা মুক্তিযোদ্ধা সংসদ কার্য়ালয়ের সামনে গার্ড অব অনার প্রদান করা হয় । শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap