আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে মেডিকেল কলেজ ছাত্র অলি’র রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম অলি’র রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

 

শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মাবনন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জুয়েল, রাকিব, বাঁধন, মিশু, রোমান, ছাত্রনেতা সাকিব ও তার বাবা-মা। মানববন্ধনে তার পরিবার দাবী করেন তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তবে প্রাইম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে সে আত্মহত্যা করছে। মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

উল্লেখ্য ১৭ ডিসেম্বর আনুমানিক রাত ১০টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজের হোস্টেলের নিজ শয়ন কক্ষে তার মৃত দেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য প্রেরন করে। এখন পর্যন্ত ময়না তদন্তের কোন প্রতিবেদন পাওয়া যায়নি।

 

নিহত অলি কুড়িগ্রাম জেলা শহরের ডাকবাংলা পাড়ার কাঠমিন্ত্রী আবুল হোসেনের পুত্র।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap