নেত্রকোণা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নেত্রকোণায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা পর্বে বীর মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন।
এসময় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী বলেন, বীর মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আমাদের অনুপ্রেরণার উৎস।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২৫ মার্চ কালো রাত্রিতে পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ দেশমাতৃকার জন্য পাকবাহিনীর বিরুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেন। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
এরপর অনুষ্ঠানের শেষপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।