আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমসপাড়ায় বিজয় দিবসে, পিকে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

মোঃমুনিরুজ্জামান- আত্রাই, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর জেলার আত্রাই উপজেলায়, সমসপাড়াতে বিজয় দিবস উপলক্ষে উপজেলার ইসলামপুর মহিলা সমবায় বন্ধকী ব্যাংক লিঃ এর উদ্যোগে সমসপাড়া হাই স্কুল মাঠে পিকে ভলিবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

 

এই খেলায় মোট আটটি দল অংশ গ্রহণ করেন, অনুষ্ঠানে প্রধানঃ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট পিকে আব্দুর রব।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান মোল্লা চেয়ারম্যান ৫ নং বিশা ইউপি ও সভাপতি ৫ নং ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আসাদুজ্জামান আসাদ প্রতিষ্ঠিতা সমসপাড়া টেকনিক্যাল কলেজ ও সমাজসেবক।

 

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক সমসপাড়া উচ্চ বিদ্যালয়, আজাহার উদ্দিন মাস্টার উদেষ্টা আত্রাই উপজেলা আওয়ামীলীগ, মোঃ শহিদুল ইসলাম,আব্দুল জব্বার, সৌদিআরব প্রবাসী জুলফিককার আলী সুনম, বেলাল হোসেন, ৪নং ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান শিপন ও তাসলিমা আরেফিন বর্ষা চেয়ারম্যান ইসলামপুর মহিলা সমবায় বন্ধকী ব্যাংক, ইতি রানী সরকার ব্যবস্হাপনা পরিচালক ইসলামপুর মহিলা সমবায় বন্ধকী ব্যাংক।

 

এছাড়াও,তিতাস,ইমরান,জিন্নাহ,শফিকুল সরদার, বাবলু, রুস্তুম, অন্নব,সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন,খেলায় প্রথম হয়েছে সিরাজগঞ্জ বারুইহাট,রানার্স আপ অধিকার হয়েছে শহরবাড়ী,সিংড়া।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন,পিকে আব্দুর রব ও প্রিতি রানি সরকার।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap