আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। কুড়িগ্রামে শীতে দুর্ভোগ বেড়েছে মানুষজনের

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্থ হয়ে পড়েছে কুড়িগ্রামের জন-জীবন। গত এক সপ্তাহ ধরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। গত ৩ দিন ধরে দিনের বেলা সুর্যের দেখা না মেলায় চরম দুর্ভোগে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের।

 

এ অবস্থায় ঘন কুয়াশার সাথে নেমে আসা হিমেল হাওয়া কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবি মানুষেরা। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

 

বিশেষ করে দুভোর্গে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকার সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলের হতদরিদ্র মানুষজন। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইতোমধ্যেই সরকার জেলায় ৩৫হাজার কম্বলসহ প্রতিটি উপজেলায় ৭ লাখ টাকা করে মোট ৬৩লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দিয়েছে।

 

আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap