আজ ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু ভাস্কর্য
বঙ্গবন্ধু ভাস্কর্য

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

আজ সোমবার (৭ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের মুক্তারপাড়াস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা আওয়ামিলীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ জেলার, উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট।

এসময় বক্তারা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধীতা ও ভাঙচুর কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

একই দাবীতে পৌরসভার সামনের সড়কে বাংলাদেশ যুব মহিলা লীগের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

 

আরো পড়তে ক্লিক করুন >> কালিয়াকৈরে নিখোঁজের ২৭ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap