আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় কালিবাড়ি মন্দিরে স্বর্ণালঙ্কার চুরি যাওয়া ঘটনার মূল আসামি গ্রেপ্তার

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

দিনে দুপুরে নেত্রকোণা জেলা সদরের সাতপাই এলাকায় কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনায় সুমন চন্দ্র সরকার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মন্দিরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অজ্ঞাতনামা চোরকে সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযানে নামে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

 

সিসি ক্যামেরার ফুটেজ এ সন্দেহভাজন চোর এর মুখমন্ডল পরিষ্কার ভাবে বুঝা না যাওয়ায় চোরকে সনাক্ত করন সম্ভব হচ্ছিল না।

৩০ ঘন্টার নিরবিছিন্ন অভিযানে নেত্রকোণা জেলা সদরের বড় বাজারস্থ নরসিংহ জিউর আখড়ার সামনে থেকে চোর সুমন চন্দ্র সরকারকে আটক করে পুলিশ।

 

এসময় তার কাছ থেকে মন্দিরের চুরি হওয়া ১টি স্বর্ণের মাথার চূড়া, টিকলী, নাকের নথ, ১ জোড়া দুল, ১ টি চুড়ি, শাখা বাধাঁনোর স্বর্ণের তার, ৩টি চেইন, ১টি বল চেইন, ১টি মুন্ডু মালা এবং ১টি রুপার মাথার চূড়া ও ১টি খর্গ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, আসামী সুমন চন্দ্র সরকার একজন পেশাদার চোর। তার স্থায়ী ঠিকানা আটপাড়া থানা এলাকায়। সে ভসমান ভাবে নেত্রকোনা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং চুরি করে।

উল্লেখ্য, ০১ নভেম্বর বেলা আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২ টার দিকে নেত্রকোনা মডেল থানাধীন সাতপাই এলাকায় শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের সেবাইত ও তার স্ত্রী পূজা অর্চনা শেষে মন্দিরের রাখার ঘরে রাখার ঘরে গেলে চোর মন্দিরের ভিতর প্রবেশ করে কালী মূর্তির গায়ে থাকা আনুমানিক ৪,১৮,৬০০/- টাকার স্বর্ন ও রূপার অলংকার চুরি করে নিয়ে যায়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap