ইবি প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে আগামী ০৭ ডিসেম্বর (সোমবার)। বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
বুধবার (২ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবের এক ভার্চুয়াল সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। এছাড়া সভায় প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগের সভাপতিত্বে সহ-সভাপতি আসিফ খান, সাধারণ সম্পাদক শাহাদাত তিমির, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মাসুম, দফতর সম্পাদক এ আর রাশেদ, কোষাধ্যক্ষ তারিকুল ইসলামসহ অন্য সদস্যরা ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।
জানা যায়, নির্বাচনে প্রার্থীগন আগামী শনিবার দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, রবিবার বেলা ১২ টার মধ্যে জমাদান এবং ঐ দিন দুপুর ২ টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।
এদিকে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার কানন আব্দুল আজিজ।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দায়িত্ব হস্তান্তরের জন্য নির্বাচন ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য কিছু উপ-কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে কেউ চাইলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ কে আজাদ লাভলু বলেন, ইবির প্রগতিশীল ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেসক্লাবের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করায় আমাদের কমিশনের লক্ষ্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’