কেশবপুর যশোর প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই (নিসচা) যশোরের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ ০১/১২/২০২০ মঙ্গলবার সকালে নিসচা কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে যশোরের কেশবপুরে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও মাক্স বিতরণ করেছে নিসচা কেশবপুর উপজেলা শাখা।
নিসচা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে কেশবপুর শহরে জনসচেতনতামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়কে নিসচা সংগঠনের নেতৃবৃন্দরা সড়কে চলাচলকারী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র তুলে দেন। এছাড়া ট্রাফিক আইন মেনে চলাচলের জন্য অনুরোধ করেন। এ সময় যারা মাস্ক বিহীন চলাচল করছিল তাদেরকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়।
প্রচারপত্র ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মেঃ হারুনার রশীদ (বুলবুল), সদস্য সচিব মোঃ সাগর পারভেজ, যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য এস এম শরিফুল ইসলাম, মোঃ আব্দুস সেলিম, রাকিবুল ইসলাম বাবু, শিক্ষক মোঃ অহিদুজ্জামান, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ শাহিন আলম সাগর প্রমুখ।