আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশবপুরে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

 

নিরাপদ সড়ক চাই (নিসচা) যশোরের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ ০১/১২/২০২০ মঙ্গলবার সকালে নিসচা কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে যশোরের কেশবপুরে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও মাক্স বিতরণ করেছে নিসচা কেশবপুর উপজেলা শাখা।

 

নিসচা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে কেশবপুর শহরে জনসচেতনতামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়কে নিসচা সংগঠনের নেতৃবৃন্দরা সড়কে চলাচলকারী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র তুলে দেন। এছাড়া ট্রাফিক আইন মেনে চলাচলের জন্য অনুরোধ করেন। এ সময় যারা মাস্ক বিহীন চলাচল করছিল তাদেরকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়।

 

প্রচারপত্র ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মেঃ হারুনার রশীদ (বুলবুল), সদস্য সচিব মোঃ সাগর পারভেজ, যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য এস এম শরিফুল ইসলাম, মোঃ আব্দুস সেলিম, রাকিবুল ইসলাম বাবু, শিক্ষক মোঃ অহিদুজ্জামান, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ শাহিন আলম সাগর প্রমুখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap