আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় সিভিল সার্জনের উদ্যোগে র‌্যালী ও মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

বৈশ্বিক মহামারির করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের মধ্যে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নেত্রকোণায় র‌্যালী ও মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা সদর হাসপাতাল এর সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে সার্কিট হাউজ এর সামনে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

 

কর্মসূচীটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

 

এসময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ সেলিম মিঞা, পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী , তত্বাবধায়ক, জেলা সদর হাসপাতাল, নেত্রকোণা , সাধারন সম্পাদক, বি এম এ নেত্রকোণা শাখা ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক। এসময় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

পরে সার্কিট হাউজ এর সামনে মাস্ক ছাড়া পথচারি, ইজিবাইক ও রিকসাচালকসহ চলাচলকারী মানুষকে মাস্ক পরিয়ে দেয়া হয়। এবং পথচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap