কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে (২৪/১১/২০)উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানার পরিচালনায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা,সার্ভেয়ার ও অফিস সহকারিরা।
মাসিক রাজস্ব সভায় অসহায় গৃহহীনদের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে গৃহ নির্মাণের জন্য খাস জমি বন্দোবস্ত করার জরুরি নির্দেশনা দেওয়াসহ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের উপযোগী খাস জমির প্রস্তাবের জন্য নির্দেশনা প্রদান করেন।
এর পর প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের জন্য অতিরিক্ত একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। মাসিক সভা শেষে পাঁজিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল খালেকের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।