আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রী রামকৃঞ্চ
শ্রী রামকৃঞ্চ

কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম শহরের কামারপাড়ায় অবস্থিত শ্রী রামকৃঞ্চ আশ্রমের তৃতীয়তলা মন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর একটায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন রংপুর শ্রী রামকৃঞ্চ মিশনের অধ্যক্ষ সন্ততানন্দজী মহারাজ, কুড়িগ্রাম শ্রী রামকৃঞ্চ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী,বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনিল চন্দ্র বর্মণ, সুরেশ কুমার সাহা প্রমুখ।

ধর্ম মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ১৫ লাখ টাকা ব্যয়ে আশ্রমের মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়। ২৪ শতক ব্যাপী জায়গায় আশ্রম নির্মাণ করা হলে শতাধিক দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এখনে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধকরণের পাশাপাশি বৃত্তি প্রদান ও আবাসিক ব্যবস্থাপনা থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap