আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণার কলমাকান্দায় প্রতিপক্ষের আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আহত হওয়া মো. আব্দুল হাকিম (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

গতকাল রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ছেলের দিকের নাতি আলী হোসেন মুঠোফোনে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

 

নিহত আ. হাকিম উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রামের মৃত সাদেম আলীর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছর প্রতিরোধ যোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী তহবিল থেকে এক লক্ষ টাকার অনুদানও পেয়ে ছিলেন তিনি।

 

আরো জানা যায়, বৃদ্ধ আব্দুল হাকিমের ছেলে মো. শরাফত মিয়ার সাথে বটতলা গ্রামের আজমান খানের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বটতলা উত্তর পাড়ায় বিরোধপূর্ণ ১.৬ শতাংশ জমিতে শরাফত মিয়া ধান বপন করেছিলেন।

 

বিরোধপূর্ণ জমিতে আজমান আলীর লোকজন ধান কাটতে আসে। শরাফত পক্ষের লোকেরা বাঁধা দিলে তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের হাতে থাকা দেশীয় ধাড়ালো অস্ত্রের আঘাতে জখম প্রাপ্ত হন বৃদ্ধ আ. হাকিম।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃদ্ধ আ. হাকিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান।

 

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম মাহমুদুল হক বৃদ্ধের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃদ্ধের ছেলে শরাফত আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap