কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধানের বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কেশবপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।
২২/১১/২০ তাং রবিবার কেশবপুর উপজেলার কলাগাছি ও কাটাখালী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক বিহীন ঘুরা-ফেরা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ২ হাজার ৯ শত টাকা জরিমানা প্রদান করেছেন ।
এ সময় মাস্ক বিহীন ও অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে ৷
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার কলাগাছি ও কাটাখালী বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ৷
স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক বিহীন ঘুরা-ফেরা করার অপরাধেআব্দুল লতিফকে ৫০০ টাকা,মাসুম বিল্লাহকে ২০০ টাকা, জিয়াউর রহমানকে ৫০০ টাকা, ইয়াকুবকে ৫০০ টাকা, সুকান্ত কে ২০০ টাকা, সমীর কুমারকে ৫০০ টাকা, সুশান্তকে ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।