আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তালা উপজেলায় লবনাক্ত সহনশীল আলুর বীজ বিতরণ

কেশবপুর যশোর :

 

সাতক্ষীরাতালাউপজেলায়লবণাক্ততা সহনশীল আলুর জাত সম্প্রসারণ কর্মসূচি বীজ বিতরণ করা হয়ছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চত্বরে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে ও জার্মান সরকারের অর্থায়নে ২৫ কেজি করে ১১৪ জন কৃষকের মাঝে বারি আলু ৭২ ও ৭৮ লবনাক্ততা সহনশীল আলুর বীজ বিতরণ করা হয়।

 

বিতরণকালে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকতা পরিতোষ কুমার বিশ্বাস, প্রদীপনের প্রজেক্ট অফিসার দুর্গাপদ সরকার, মাঠ সহায়তাকারি তনুজ কান্তি গোলদার।

 

এ সময় প্রদীপনের মাঠকর্মী মুর্শিদা খাতুন, পূনিমা সরকার, রলি দাস রিয়া, হালিমা খাতুন, দিপা শুর, মেরি দাস, সালমা খাতুন, জেসমিন খাতুনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap