আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইবি শিক্ষার্থীদের ডাটা ক্রয়ে সাড়ে তিন লাখ টাকার চেক

ইবি প্রতিনিধি:

সোমবার (১৬ নভেম্বর) ভিসি অফিসের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম৷

 

জানা যায়, শিক্ষকদের একদিনের বেতন কর্তনবাবদ মোট ৩ লাখ ৪৩ হাজার ২০ টাকা। সংগৃহীত টাকা আনুপাতিক হারে ভাগ করে ৩৪ বিভাগের সভাপতিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেয়া হয়। অবশিষ্ট টাকা করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আজ সোমবার আনুপাতিক হারে ভাগ করে সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap