মোঃ সুরুজ আলী,নাটোর জেলা প্রতিনিধিঃ
বড়াইগ্রামকেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক অমর বাংলা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি আজাদুল বারী আজ রাত আনুমানিক আটটায় আলিপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের কাজে মৌখাড়া থেকে ফেরার পথে আলিপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা শিকার হন উদীয়মান সাংবাদিক আজাদুল বারী।
পরবর্তীতে তাঁকে আহমেদপুর বাজারে অবশিষ্ট একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে আজাদুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওদা জোয়াড়ী নামক স্থানে সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে আলিপুর নামক স্থানে আমি সহ আবার মোটরসাইকেলে থাকা জিয়া, আব্দুল মজিদ দুর্ঘটনার শিকার হন।
প্রাথমিক চিকিৎসার পর আপাতত আমি সুস্থ আছি। দুর্ঘটনা ঘটার পর আমি নারদ বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক চলন বিলের খবর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোতালেব হোসেন কে জানালে তিনি অতি দ্রুত আমাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে দেন।