আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

সহিসংসতামুক্ত অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ন বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব ও শিশু নিকেতন স্কুলের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে সামাজিক প্রতিরোধ কমিটি।

 

এসময় বক্তব্য রাখেন সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সচিব রওশন আরা চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ক্রীড়া সংগঠক সাঈদ হাসান লোবান, কমরেড নুর মোহাম্মদ আনছার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সুব্রতা রায় প্রমুখ।

 

অবস্থান কর্মসূচি শেষে ৯দফা সুনির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র কাছে হস্তান্তর করে সামাজিক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap