আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর সঞ্চালনায় এবং পুলিশ সুপার, মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়।

উপস্থিত সকলের নিকট হতে বিভিন্ন কল্যাণমুলক প্রস্তাব আহবান করা, নিজ কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এ বিষয়ে আলোচনা করা হয় এবং সভায় পুলিশ সুপার বিভিন্ন দিক বিবেচনা করে সঠিক নির্দেশনা প্রদান করেন।

 

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(সদর), সহকারি পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), জেলা বিশেষ শাখার ডিআইও-১, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

 

সভা শেষে পুলিশ সুপার, মোহাম্মদ ইউসুফ আলী( অক্টোবর,২০২০) মাসের কৃতিত্বপূর্ণ ও ভাল কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap